গণমাধ্যমের বিকাশ প্রমাণ করে রাষ্ট্রের বিকাশ হচ্ছে: হাছান মাহমুদ

প্রথম পাতা » আন্তর্জাতিক » গণমাধ্যমের বিকাশ প্রমাণ করে রাষ্ট্রের বিকাশ হচ্ছে: হাছান মাহমুদ
শনিবার, ২৯ অক্টোবর ২০২২



---

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেন, গণমাধ্যমের বিকাশ প্রমাণ করে রাষ্ট্রের বিকাশ হচ্ছে।

শনিবার (২৯ অক্টোবর) ভারতের কলকাতায় ইন্দো-বাংলা প্রেসক্লাবের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের গণমাধ্যমের কলকাতায় কর্মরত প্রতিনিধিদের এ ধরনের একটি সংগঠন আমায় মুগ্ধ করেছে। আমি বলব, শুধু দুই দেশের গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক তৈরি নয়, আপনারা দুই দেশের গণমানুষের সঙ্গে সম্পর্ক তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবেন।’

কলকাতার বাইপাস সংলগ্ন একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ। তিনি বলেন, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের গণমাধ্যমের প্রতিনিধিদের এ ধরনের একটি সংগঠনকে দুই দেশের মানুষের সঙ্গে দুই দেশের সরকারের সুসম্পর্ক তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে।

বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস, ৭১ টেলিভিশনের এমডি মোজাম্মেল বাবু, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা, ঢাকা জুবিনের সম্পাদক জুলফিকার রাসেল প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্দো-বাংলা প্রেসক্লাবের সভাপতি কিংশুক চক্রবর্তী। ‌সদ্য প্রতিষ্ঠিত ইন্দো-বাংলা প্রেস ক্লাবের অন্যান্য সদস্য ছাড়াও কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশী সুর, সম্পাদক কিংশুক প্রামাণিক, সিনিয়র সাংবাদিক কৃষ্ণ কুমার দাস, দেবদূত পুরোহিত, অমর সাহা, পরিতোষ পাল, তপন রায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শনিবার (২৯ অক্টোবর) দিনভর টানা কর্মসূচিতে যোগ দেবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। দুপুরে কলকাতা প্রেসক্লাবের আরেকটি আলোচনা সভায় অংশ নেবেন তিনি। ‌বিকেলে কলকাতার নন্দনে বাংলাদেশ চতুর্থ চলচ্চিত্র উৎসবের সূচনাও করবেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৫:১৫:৩৪   ২০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ