কাতারে চ্যাম্পিয়ন হওয়া আমার জন্মদিনের সেরা উপহার: বেনজেমা

প্রথম পাতা » খেলা » কাতারে চ্যাম্পিয়ন হওয়া আমার জন্মদিনের সেরা উপহার: বেনজেমা
রবিবার, ১৩ নভেম্বর ২০২২



---

বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স। তবে রাশিয়াতে জেতা বিশ্বকাপ দলে ছিলেন না দলের সেরা স্ট্রাইকার করিম বেনজেমা। নিপীড়নকাণ্ডে সতীর্থকে ব্ল্যাকমেইল করার অভিযোগে জাতীয় দল থেকে বহিষ্কার করা হয়েছিল তাকে। তবে এবারের বিশ্বকাপ জিতে সেই আক্ষেপ ঘুচাতে চান রিয়াল ফরোয়ার্ড।

আগামী ১৯ ডিসেম্বর ৩৫ বছরে পা রাখবেন চলতি বছরের ব্যালন ডি’অর জয়ী বেনজেমা। তবে তার একদিন আগেই কাতারে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। সেই ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট মাথায় তুলেই জন্মদিনের কেক কাটার স্বপ্ন দেখছেন ফরাসি তারকা।

গত শুক্রবার (১১ নভেম্বর) বেনজেমা গিয়েছিলেন তার ছোটবেলার ক্লাব লিওনে। সেখানে ক্লাবের পক্ষ থেকে বিশেষ আয়োজনে তাকে সম্মানিত করা হয়। সেখানে বেনজেমা বলেন, ‘কাতারে চ্যাম্পিয়ন হওয়া আমার জন্য জন্মদিনের সেরা উপহারগুলোর একটি হবে। সেখানে প্রতিটি ম্যাচই ফাইনালের মতো। আমাদের দলটা খুব ভালো এবং আমরা ম্যাচ ধরে পরিকল্পনা করব।’

দীর্ঘ পাঁচ বছর দলের বাইরে থাকার পর গত বছরের ইউরোপিয়ান চ্যাম্পিয়শিপের আগে দিদিয়ের দেশমের দলে ফেরেন বেনজেমা। তারপর থেকে ধারাবাহিকভাবে আলো ছড়িয়ে দলের খুব গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার।

গত মৌসুমটা বেনজেমার কাটে স্বপ্নের মতো। রিয়াল মাদ্রিদের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে করেন ৪৪ গোল। যার স্বীকৃতি হিসেবে ক্যারিয়ারে প্রথমবারের মতো জেতেন ব্যালন ডি’অর।

বর্তমান চ্যাম্পিয়নরা এবারের বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে পড়েছে। তাদের গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও তিউনিসিয়া। ২৩ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে ফ্রান্স।

বাংলাদেশ সময়: ৯:৫৫:০১   ১৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ