জাপানের দুর্ভাগ্যের হারে বিশ্বকাপে টিকে রইল কোস্টারিকা

প্রথম পাতা » খেলা » জাপানের দুর্ভাগ্যের হারে বিশ্বকাপে টিকে রইল কোস্টারিকা
রবিবার, ২৭ নভেম্বর ২০২২



---

কাতার বিশ্বকাপের মঞ্চে ‘ই’ গ্রুপের চার দলের মধ্যে মোস্ট ফেভারিট ছিল জার্মানি এবং স্পেন। বাকি দুই দল কোস্টারিকা এবং জাপান সহজেই বিশ্বকাপ থেকে বিদায় নেবে বলে মনে হচ্ছিল। তবে এবারের আসরে আটটি গ্রুপের মধ্যে ‘ই’ গ্রুপের চার দলের মধ্যকার লড়াই বেশ ভালোভাবেই জমে উঠেছে।

জার্মানির বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়া জাপান দ্বিতীয় ম্যাচে এসে হেরে মাঠ ছাড়ল। এশিয়ার দেশটি লাতিন আমেরিকার দল কোস্টারিকার কাছে ১-০ গোল ব্যবধানের হার নিয়ে মাঠ ছেড়েছে। এই জয়ে গ্রুপের তিন দল সমান ৩ পয়েন্ট নিয়ে ভালোই লড়াইয়ে আছে। এবার স্পেনের বিপক্ষে জার্মানি জিতলেই এই গ্রুপের চার দলের কে পরের রাউন্ডে উঠবে সেটির জন্য অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত।

কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে এদিন অবশ্য ভালো খেলছিল জাপান। ম্যাচে তাদের হারটাই বরং দুর্ভাগ্যের ছিল। পুরো ম্যাচে ৫৭ শতাংশ বল দখলে রাখা জাপান আক্রমণ করেছে ১৩টি। এরমধ্যে ৩টি শট গোলমুখে রেখেছে। তবে কোনো গোলই পায়নি জাপান।

অন্যদিকে পুরো ম্যাচে ৪ আক্রমণ করে ১টি মাত্র শট গোলমুখে রেখে তাতেই নিজেদের জয় নিশ্চিত করে ফেলেছে কেইলর নাভাসের দল। ম্যাচের ভাগ্য নির্ধারণী গোল এসেছে ম্যাচের ৮১তম মিনিটে কোস্টারিকার কেশের ফুলারের পা থেকে।

বাংলাদেশ সময়: ২০:২২:৩৮   ১৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ