আসামি ধরতে গিয়ে দায়ে কোপে আহত ২ পুলিশ সদস্য

প্রথম পাতা » ছবি গ্যালারী » আসামি ধরতে গিয়ে দায়ে কোপে আহত ২ পুলিশ সদস্য
বুধবার, ২৭ এপ্রিল ২০২২



---

নরসিংদীর রায়পুরায় মাদক কারবারি ও ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে দায়ের কোপে পুলিশের এক উপপরিদর্শক জখম হন। পরে তাকে বাঁচাতে গিয়ে আহত হন আরেক এক কনস্টেবল।

মঙ্গলবার বিকেলে ৪টায় উপজেলা অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীরনগর গ্রামে এ ঘটনাটি ঘটে।

পরে এ ঘটনায় অভিযুক্ত মাদক কারবারি ও ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে স্বপন মিয়াকে পুলিশ গ্রেপ্তার করেছে।

তিনি একই ইউনিয়নের মৃত ফজর আলীর ছেলে ও সাবেক ইউপি সদস্য বাচ্চু মিয়ার ভাই।

আহত দুজন হলেন- উপপরিদর্শক আরিফ রাব্বানী (৩৫) ও কনস্টেবল আল আমিন (৪০)। তারা দুজনই রায়পুরা থানায় কর্মরত আছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে উপপরিদর্শক আরিফ রাব্বানী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক কারবারি ও ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি স্বপন মিয়ার ধরতে যান। ওই সময় নিজের ঘরেই অবস্থান করছিলেন স্বপন। পরে ঘরে ঢুকে স্বপনকে গ্রেপ্তার করতে গেলে তার পরিবারের লোকজন পুলিশ সদস্যদের চারপাশ থেকে ঘিরে ধরে। ওই সময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে স্বপন দা দিয়ে উপপরিদর্শক রাব্বানীর মাথায় কোপ দিয়ে পালিয়ে যায়। ওই সময় তাকে বাঁচাতে গেলে স্বপনের ভাই হারুন মিয়া রড দিয়ে পিটিয়ে কনস্টেবল আল আমিনকে আহত করে।

পরে আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হলে উন্নত চিকিৎসার জন্য উপপরিদর্শক রাব্বানীকে রাজধানীতে পাঠানো হয়। কনস্টেবল আল আমিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

সহকারি পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি স্বপনকে ধরতে গিয়ে উপপরিদর্শক আরিফ রাব্বানী ও কনস্টেবল আল আমিন আহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে সেখানে পুলিশের অভিযান অব্যাহত আছে।

বাংলাদেশ সময়: ১:২৩:৫৪   ২৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ