রাজধানীতে ‘দুর্ধর্ষ মাসুদ বাহিনীর’ প্রধানসহ গ্রেপ্তার ৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীতে ‘দুর্ধর্ষ মাসুদ বাহিনীর’ প্রধানসহ গ্রেপ্তার ৪
শুক্রবার, ৩ জুন ২০২২



---

রাজধানীর শাহজাহানপুরে রেলওয়ে কলোনি এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই ও ডাকাতি করে আসছিল একটি চক্র। এই চক্রটির সদস্যরা পথচারী, রিকশাআরোহী, ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস এবং অটোরিকশার যাত্রীদের গতিরোধ করে। এরপর তাদেরকে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।

এসব অভিযোগে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে দুর্ধর্ষ ‘মাসুদ বাহিনীর’ প্রধান মাসুদসহ চারজন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। এ সময় তাদের কাছ থেকে একটি লোহার রড, একটি চাপাতি, একটি চাকু, একটি সুইচ গিয়ার চাকু, তিনটি মোবাইল ফোন এবং নগদ এক হাজার ১৬০ টাকা জব্দ করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. মাসুদ, তার সহযোগী মো. আমির হোসেন, মো. ভুট্টো ও মো. আরমান।

র‌্যাব জানায়, সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি বিশেষ দল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহজাহানপুর থানার রেলওয়ে কলোনি এলাকায় অভিযান চালায়। অভিযানে মো. মাসুদসহ ডাকাত দলের চারজনকে গ্রেপ্তার করা হয়। সেখানে উপস্থিত স্বাক্ষীদের সামনে গ্রেপ্তার হওয়া আসামিদের শরীর তল্লাশি করে একটি লোহার রড, একটি চাপাতি, একটি চাকু, একটি সুইচ গিয়ার চাকু, তিনটি মোবাইল ফোন এবং নগদ এক হাজার ১৬০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস ঢাকাটাইমসকে বলেন, গ্রেপ্তার মাসুদ বাহিনীর মূলহোতা মাসুদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। এছাড়াও তার অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে অন্তত দুটি মামলা রয়েছে। তাদের সবার বিরুদ্ধে শাহজাহানপুর থানায় নতুন একটি মামলা করা হয়েছে।

গ্রেপ্তার মো. মাসুদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার সোম্ভুপুরা গ্রামে, মো. আমির হোসেনের পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানার ফুলখালী গ্রামে, মো. ভুট্টোর নরসংদী জেলার পলাশ থানার ঘোড়াশাল গ্রামে এবং মো. আরমানের বাড়ি খুলনার জেলার সোনাডাঙ্গা থানার ময়লাপোথা এলাকায়।

বাংলাদেশ সময়: ২১:০৫:৩৭   ৩৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ