মমতার মন্ত্রিসভায় ব্যাপক রদবদল, বাবুল সুপ্রিয়সহ নতুন ৮ মুখ

প্রথম পাতা » আন্তর্জাতিক » মমতার মন্ত্রিসভায় ব্যাপক রদবদল, বাবুল সুপ্রিয়সহ নতুন ৮ মুখ
বুধবার, ৩ আগস্ট ২০২২



---

পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেয়ার পর মন্ত্রিসভায় ব্যাপক রদবদল আনলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার (৩ আগস্ট) এ রদবদলে নতুন করে আটজনকে মন্ত্রিসভায় যুক্ত করা হয়েছে।

এরমধ্যে পূর্ণমন্ত্রী করা হয়েছে পাঁচজনকে। যার মধ্যে রয়েছেন বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেয়া সংগীত শিল্পী বাবুল সুপ্রিয়ও। আর তিনজনকে করা হয়েছে প্রতিমন্ত্রী। মন্ত্রিসভা থেকে বাদ দেয়া হয়েছে চারজনকে।

দুর্নীতির অভিযোগে শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে গ্রেফতার হওয়ার পর পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে। পার্থকাণ্ডে বিপাকে পড়ে যায় ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। পরিস্থিতি সামাল দিতে পার্থকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেন মমতা।

এ কেলেঙ্কারিতে তৃণমূল সরকারের ভাবমূর্তি উদ্ধারে মন্ত্রিসভায় রদবদলের সিদ্ধান্ত নেন মমতা। বুধবার বিকেলের মধ্যেই কাজ শেষ করেন তিনি। এতে পাঁচজনকে পূর্ণমন্ত্রী করা হয়। তারা হলেন বাবুল সুপ্রিয়, পার্থ ভৌমিক, প্রদীপ মজুমদার, স্নেহাশীষ চক্রবর্তী ও উদয়ন গুহ।

আর বর্তমানের প্রতিমন্ত্রী বীরবাহা হাসদাকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী করা হয়েছে। প্রতিমন্ত্রী করা হয়েছে আরও তিনজনকে। তারা হলেন বিপ্লব রায় চৌধুরী, সত্যজিৎ বর্মণ ও তাজমুল শেখ।

এদিনই কলকাতার রাজ্যপালের দফতর রাজভবনে নতুন মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। শপথবাক্য পাঠ করান পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত রাজ্যপাল লা. গণেশন।

নতুন করে আটজনকে যুক্ত করায় এবার রাজ্য মন্ত্রিসভা পূর্ণতা পেল। এর আগে দুই মন্ত্রী সুব্রত মুখার্জি ও সাধন পান্ডে মারা গেলেও তাদের জায়গায় এতদিন কাউকে বসানো হয়নি।

নতুন আটজনকে নিয়ে মন্ত্রিসভার সদস্যসংখ্যা হলো ৪৪। সংবিধান অনুযায়ী এই রাজ্যের ২৯৪ আসনের বিধানসভায় সর্বাধিক ৪৪ জনকে মন্ত্রী করা যেতে পারে। সেই সংখ্যাই এবার পূর্ণ হলো।

পশ্চিমবঙ্গের বিশিষ্ট সংগীতশিল্পী ও বলিউড তারকা বাবুল সুপ্রিয় রাজনীতিতে এসে প্রথম যোগ দিয়েছিলেন বিজেপিতে। আসানসোলের বিজেপি সাংসদ হিসেবে তিনি জয়ী হয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রতিমন্ত্রী হয়েছিলেন। পরে তিনি বিজেপির কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বাদ পড়ে যোগ দেন তৃণমূলে।

তারপর আসানসোলের সংসদের উপনির্বাচনে তৃণমূল তাকে মনোনয়ন না দিয়ে মনোনয়ন দেন বলিউড তারকা শত্রুঘ্ন সিনহাকে। বাবুল মনোনয়ন পান কলকাতার টালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে বিধায়ক পদে। এরপর এবার বাবুল সুপ্রিয়কে রাজ্য মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে গত মাসের শেষ দিকে (২৩ জুলাই) গ্রেফতার হন মমতার তৃতীয় মেয়াদের শিল্প-বাণিজ্য, তথ্যপ্রযুক্তি ও পরিশোধীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গ্রেফতারের ছয় দিনের মাথায় মন্ত্রিসভা থেকে তাকে অপসারণ করা হয়।‌

বাংলাদেশ সময়: ২৩:১৩:৪৩   ১৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ