সোনার দাম ফের বাড়ল

প্রথম পাতা » অর্থনীতি » সোনার দাম ফের বাড়ল
মঙ্গলবার, ২৩ আগস্ট ২০২২



---

আবারও বাড়ল সোনার দাম। ভরিতে ১ হাজার ২২৫ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন হিসাবে ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ৮৩ হাজার ২৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (২২ আগস্ট) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

রোববার (২১ আগস্ট) সন্ধ্যায় বাজুস এক বিবৃতিতে এ তথ্য জানায়।

নতুন ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেট সোনা প্রতি ১ ভরিতে ১ হাজার ২২৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮৩ হাজার ২৮১ টাকায়। ২১ ক্যারেটের সোনা প্রতি ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭৯ হাজার ৪৯০ টাকা। আর ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৯২ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬৮ হাজার ১১৮ টাকায়।

এর আগে টানা তিন দফা বাড়ার পর গত বুধবার (১৭ আগস্ট) দেশের বাজারে সোনার দাম কমা‌নোর ঘোষণা দেয় বাজুস। ভালো মানের সোনার দাম ভরিতে ২ হাজার ২৭৫ টাকা কমায়। ফলে ২২ ক্যারেটের প্রতি ভ‌রি সোনার দাম কমে দাঁড়ায় ৮২ হাজার ৫৬ টাকা, যা তার আগে ছিল ৮৪ হাজার ৩৩১ টাকা।

এদিকে ওয়েল প্রাইস ডটকমের এক প্রতিবেদনে জানা গেছে, বিশ্ববাজারেও কমতে শুরু করেছে সোনার দাম। সবশেষ রোববার প্রতি আউন্স সোনা বিক্রি হচ্ছে ১ হাজার ৭৪৬ ডলারে। এক সপ্তাহ আগেও এর দর উঠে গিয়েছিল প্রতি আউন্স ১ হাজার ৮০০ ডলারের ওপর।

বিশেষজ্ঞদের মতে, ধীরে ধীরে কাটছে ডলার সংকট। এতে খোলাবাজারে কমে আসছে ডলারের দাম।

বাংলাদেশ সময়: ১৫:১৫:৫৫   ১৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


বাজারে শীতের সবজি থাকলেও নাগালে নেই
রমজানে পুরো মাসের পণ্য একসঙ্গে না কেনার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর
নতুন বছরের শুরুতেই কমলো এলপি গ্যাসের দাম
২০২২ সালের সালতামামিতে বিশ্ব অর্থনীতি
চাহিদামতো নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের নিশ্চয়তা দিয়েছে ভারত
রংপুরে আরএফএল গ্রুপের বাইসাইকেল কারখানার উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী
জাপানের সঙ্গে এফটিএর যৌথ সমীক্ষা শুরু
নিয়মিত ভ্যাট প্রদানকারীদের হয়রানি করা বন্ধ করুন
রমজান সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী
উদ্যোক্তা রাজিয়া সুলতানার তৈরি পাটজাত পণ্য রফতানি হচ্ছে বিদেশে

আর্কাইভ