জামালপুরে জমি বেদখল করাকে কেন্দ্র করে নারীসহ বৃদ্ধকে মারধর, আহত-৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে জমি বেদখল করাকে কেন্দ্র করে নারীসহ বৃদ্ধকে মারধর, আহত-৪
বুধবার, ৩১ আগস্ট ২০২২



---

জামালপুর সদর উপজেলায় সংঘবদ্ধ স্বজনদের ভূমি বেদখলের অপচেষ্টাকে কেন্দ্র করে নারীসহ আশি বছরের এক বৃদ্ধকে মারধরের ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সদর উপজেলার ৭নং ঘোড়াধাপ ইউনিয়নের বড় গজিয়াপাড়া গ্রামের মোঃ শাহজাহান আলীর ছেলে আব্দুল খালেকের সাথে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিষয়ে নিয়ে বিরোধ করে আসছিল তাদের বৈমাত্রেয় চাচা ও চাচাতো ভাইয়েরা।

সাম্প্রতিককালে পূর্বশত্রুতার জের ধরে বৈমাত্রেয় চাচা ও চাচাতো ভাইয়েরা তাদের বাড়ীর পাশে থাকা আব্দুল খালেক এ-র ১৪ শতাংশ আবাদি জমিতে খুঁটি পুঁতে বেদখল করে।

পরে আব্দুল খালেক বিষয়টি ইউপি চেয়ারম্যান সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের জানালে তাঁরা একটি সালিশ বৈঠকের আয়োজন করতে বলেন এবং সালিশ বৈঠকে ইউপি চেয়ারম্যান সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত থাকলেও বিবাদী পক্ষের কেউ আসেন না।

এমতাবস্থায় বাদী পক্ষের কথাবার্তা ও দলিলপত্র দেখে সমবেত সালিশিয়ানরা বাদী আব্দুল খালেক কে আইনি ব্যবস্থা নিতে বলেন। পরে তিনি থানায় অভিযোগ করলে থানা পুলিশ বিবাদীদের জমি সংক্রান্ত সকল দলিলাদি নিয়ে থানায় আসতে বলেন। কিন্তু বিবাদী পক্ষ সেটাও উপেক্ষা করে।

পরে আব্দুল খালেক নিরুপায় হয়ে নিজের কষ্টার্জিত অর্থে ক্রয়কৃত সম্পদ রক্ষার্থে গত সোমবার(২৯ আগষ্ট) সকাল সাড়ে ৭টার দিকে একাই যান জমিতে পুঁতে রাখা খুঁটি তুলতে এবং জমির আগাছা পরিষ্কার করতে।

এ সময় নাজিম উদ্দিনের নেতৃত্বে ফজলু, সেলিম, আনছার, খোরশেদ, মোক্তার, মজনু, জুলহাস, বানু ও আকলিমা বেগম সহ সংঘবদ্ধ চক্রটি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আব্দুল খালেকের উপর হামলা করে এবং মারধর করে। পরে তার ডাক চিৎকার শুনে পরিবারে লোকজন এগিয়ে এলে তাদের কেউ মারধর করে। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন বলে জানান স্থানীয়রা।

আহতরা হলেন, শাহজাহান আলী(৮০) আব্দুল খালেক(৫৫) শাবানা বেগম(৪৫) ও সামিনা তাসলিম নিশা(১৬)।

এদিকে আব্দুল খালেকের অভিযোগ সূত্রে সরেজমিনে বড়গজিয়াপাড়া গ্রামে গিয়ে জানা যায়,আব্দুল খালেক একজন নিরহ মানুষ। তার ফুফুদের পৈতৃক সম্পত্তি সে সাব কওলা মূল্যে কিনে নিয়েছে। যারা এ-ই জমিটি দাবি বা বেদখল করেছেন। তাঁরা প্রকৃত পক্ষে এ জমির পৈতৃক মালিক নয় বলে জানান এলাকাবাসী।

শুধু নয়, বিজ্ঞ সালিশিয়ানদের একজন বলেন, বিগত প্রায় ত্রিশ বছর পূর্বে আব্দুল খালেক এ জমি তাঁর ওয়ারিশিয়ানদের কাছ থেকে সাব কওলা মূল্যে কিনে নিয়ে খারিজ করে ফেলেছেন। এতদিন পর তাঁরা অযৌক্তিকভাবে সংঘবদ্ধ পেশিশক্তির দাপট দেখিয়ে জোরপূর্বক জমি বেদখলে চেষ্টা করছে এটা সম্পূর্ণ অন্যায় অবিচার।

এদিকে আব্দুল খালেক এ-র বৃদ্ধ পিতা শাহজাহান আলী(৮০) বলেন, বিবাদীরা আমার বৈমাত্রেয় ভাই। তাঁরা তাদের ওয়ারিশিয়ান সম্পদ হিসাব করে বন্টন করে নিয়ে গেছে এবং বিক্রি করে ফেলেছে। আজ তাঁরা দীর্ঘ ৩০ বছর পর এসে আমার ছেলেদের তাদের ফুফু হতে ক্রয়কৃত সাব কওলা জমি বেদখলের অপচেষ্টা করছে। তাঁরা আমাকেসহ আমার ছেলে, ছেলের বউ ও এসএসসি পরীক্ষার্থী নাতনীকে বেদম মারপিট করছে। আমি এ অন্যায় অবিচারের সুষ্ঠু বিচার চাই প্রশাসনের কাছে বলে জানান তিনি।

এ ব্যাপারে ৭নং ঘোড়াধাপ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, বিষয়টি নিয়ে সালিশ বসা হয়ে ছিল। বিবাদী পক্ষ সালিশ বৈঠকে উপস্থিত হয়নি এবং পরিষদেও তাদের দলিলাদি নিয়ে আসেনি। শুনেছি আব্দুল খালেক ও তার পরিবারের লোকজনকে তারা বেদম মারপিট করেছে।

বিষয়ে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ বলেন, এবিষয়ে থানায় মামলা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫:০৫:১৮   ১৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ